বগুড়ায় শফিক ও তার স্ত্রীকে প্রিজনভ্যানে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ
কোর্ট রিপোর্টার : ঢাকা থেকে গ্রেপ্তারকৃত বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজা খানম ওরফে লিপি বেগমকে আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বগুড়ার আদালতে হাজির করা হলে তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ওই আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজনভ্যান আদালত চত্ত্বরে এলে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতা-কর্মী এবং সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে। তারা প্রিজনভ্যান ঘেরাও করে তাদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
সেইসাথে প্রিজনভ্যান লক্ষ্য করে একের পর এক পঁচা ডিম ও জুতা নিক্ষেপ করে ধিক্কার জানায়। জনতার বিক্ষোভের মুখে এ সময় প্রিজনভ্যান থেকে নামানো যায়নি শফিক ও তার স্ত্রী’কে। পরে প্রিজনভ্যান কারাগারের দিকে চলে যায়। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর ছিলো।
উল্লেখ্য, বগুড়া সদর উপজেলার আকাশতারার জেল্লাল ফকিরের ছেলে এই মামলার এজাহারকারী আব্দুল মজিদের করা মামলার অভিযোগে বলা হয়েছে যে, গত ১৭ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা মিছিল নিয়ে দুপুর ২টার দিকে শহরের কাঁঠালতলা মোড়ে পৌঁছিলে শফিক ও তার স্ত্রী লিপিসহ আওয়ামীলীগ, যুবলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কমীরা আগ্নেয়াস্ত্র, ককটেল, পেট্রোল বোমা নিয়ে মিছিলের উপর হামলা চালায়।
আরও পড়ুনএসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও শটগান থেকে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটায় এবং মিছিলকারীদের মারপিট করে আহত করে। এসময় শটগানের গুলি বাদি আব্দুল মজিদের ডানচোখে ও মাথায় লেগে গুরুতর আহত হয়। আহত আব্দুল মজিদকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডেকেল কলেজ ও পরে ঢাকায় জাতীয় চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। আসামি আবু সুফিয়ান শফিকের বিরুদ্ধে হত্যাসহ মারপিট ও বিস্ফেরক দ্রব্য আইনের ১০ টি মামলা রয়েছে।
এদিকে গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন উদ্যান বাসা নং ১০, বন্ধন ভিলা হতে মোহাম্মদপুর পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয় ওই দম্পতি আসামিদ্বয়কে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার আসামি আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী মাহফুজা খানম ওরফে লিপি বেগমকে বগুড়ার আদালতে আনা হয়।
অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওই আসামিদ্বয়কে জেল হাজতে প্রেরনের আদেশ দেন। বগুড়ার আদালতে কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে আনা হলে আদালতের সামনের রাস্তায় বিক্ষুদ্ধ জনতা আসামিদ্বয় বহনকারী গাড়িকে লক্ষ্য করে পঁচা ডিম ও জুতা নিক্ষেপ শুরু করে। এরপর পুলিশ দ্রুত তাদের কে বগুড়ার কারাগারে নিয়ে যায়।
মন্তব্য করুন