দিনাজপুরের বীরগঞ্জে শ্রমজীবী মানুষের হাট
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে, ইরি-বোরো মৌসুমকে কেন্দ্র করে জমে উঠেছে শ্রমজীবী মানুষের হাট। উপজেলার সাতোর ইউনিয়নের পঁচিশ মাইল বাজার, প্রায় দুই দশক ধরে সবচেয়ে বড় শ্রমিকের শ্রম বিক্রির হাট নামে পরিচিত।
এখানে উপজেলার বিভিন্ন জায়গা হতে অভাবী লোকজন ছুটে এসেছেন নিজের শ্রম বিক্রি করতে। তাদের চোখে-মুখে হাজারটা অসহায়তার ছাপ। এই হাটে কেউ আসেন শ্রম বিক্রি করতে আর কেউ আসেন শ্রমজীবী মানুষ কিনতে। এখানে চলে দুই শ্রেণির মানুষের মাঝে চলে ব্যাপক দরদাম। বাজারের পণ্যের মত দরদামে বিক্রি হয় এই হাটের মানুষগুলো।
প্রতিদিন কাক ডাকা ভোর থেকে ভিড় জমে শত শত শ্রমিক ও শ্রম ক্রেতাদের। ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলে শ্রমিক কেনাবেচা। শ্রমিকরা তাদের দক্ষতার ভিত্তিতে ধান-পাট কাটা, ক্ষেত-খামার বা গৃহস্থালির কাজের জন্য নিজেদের শ্রম বিক্রি করে আসছে। বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে মানুষ বেচাকেনার হাটটি। শ্রমজীবীদের কদর দিনদিন বাড়ছে।
স্থানীয় সার বিক্রেতা আলহাজ মো. আব্দুর রহমান জানান, এই হাট দীর্ঘদিন ধরে চলে আসছে। শ্রমিকরা ভোর ৫টা থেকে ৮টার মধ্যে দরদাম করেন। এরপর ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিন চুক্তিতে কাজ করেন। সাধারণত দৈনিক মজুরি ৫শ’-৭শ’ টাকার মধ্যে হয়।
আরও পড়ুনতা নির্ভর করে কাজের ধরন ও শ্রমের চাহিদার ওপর। হাটটি শুধু বীরগঞ্জবাসী নয়; বরং আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলার শ্রমিকদের আস্থার জায়গা হয়ে উঠেছে। এখানে এসে শ্রমিকরা যেমন কাজ পান, তেমনি কাজের চাহিদা মেটানোর জন্য মালিকরাও উপযুক্ত শ্রমিক খুঁজে পান। তা শ্রম বিক্রির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থানের একটি অন্যতম ক্ষেত্র হিসেবে দৃষ্টান্ত।
সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা বলেন, পঁচিশ মাইল বাজারে দীর্ঘদিন থেকে শ্রমজীবী মানুষের বেচাকেনা হয়ে আসছে। কৃষি কাজের জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে এই বাজারে। আগে খেতে খামারে কাজের মানুষ পাওয়া খুবই কষ্টকর। বর্তমানে কৃষি কাজের মানুষ খুঁজতে আর প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হয় না।
মন্তব্য করুন