সারিয়াকান্দিতে
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা ও দাফনে অংশ নিলেন ছাত্রলীগ নেতা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে ১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার দাফন কার্যে অংশগ্রহণ করেন নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের কারাবন্দী নেতা গোলাম রব্বানী। রব্বানী সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সর্বশেষ সম্মেলনের সভাপতি প্রার্থী ছিলেন।
বিএনপি নেতার নাশকতার মামলায় গত ৪ ডিসেম্বর গোলাম রব্বানী পুলিশের হাতে আটক হন। গত বুধবার রাতে গোলাম রব্বানীর বাবা হেলাল প্রামানিক হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে সারিয়াকান্দি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আরও পড়ুনবাবার দাফনকার্যে অংশগ্রহণ করার জন্য আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় গোলাম রব্বানী ১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। পরে বিকেল ৪টার দিকে রব্বানী তার বাবার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। জানাজার নামাজ শেষে বিকেল সাড়ে ৪টায় গোলাম রব্বানীকে পুনরায় বগুড়া জেলার কারাগারে পাঠানো হয়।
এব্যাপারে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ঐ নেতাকে তার বাবার জানাজায় অংশগ্রহণের জন্য ১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত করা হয়েছিল। পরে তাকে পুলিশ স্কটের সাহায্যে আবারো বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন