বগুড়া আদমদীঘিতে মাদক সেবনের অভিযোগে তিনজনের জেল-জরিমানা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চোলাই মদ ও গাঁজা সেবনের অভিযোগে তিন মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের কাসু মন্ডলের ছেলে নয়ন হোসেন (৩৪), সান্তাহার পৌরসভার বশিপুর এলাকার রাজেন্দ্রনাথ সরকারের ছেলে অধীর চন্দ্র সরকার (৫৬) ও ইন্দইল গ্রামের আজিজুল হকের ছেলে ফাইম হোসেন (৩০)। এদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের একটি টিম আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই তিন ব্যক্তিকে মদ ও গাঁজা সেবনের অভিযোগে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
আরও পড়ুনভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ উল্লেখিত তিন মাদক সেবীকে জেল-জরিমানা করেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন