চাকরিচ্যুত পুলিশ সদস্য পোশাক পরে চাঁদাবাজির সময় আটক
নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের পোশাক পরে বিভিন্ন যানবাহন থেকে টাকা আদায় করার সময় জোনায়েদ নামে চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান। আটককৃত জোনায়েদ রাজবাড়ী জেলার নাজমুল হকের ছেলে।
ওসি এটিএম আক্তারুজ্জামান জানান, উপজেলার মিয়াবাজার এলাকায় স্থানীয় লোকজন ভুয়া পুলিশ আটক করেছে বলে খবর পেয়ে থানা পুলিশ জোনায়েদ নামে একজনকে পুলিশের পোশাক পরা অবস্থায় আটক করে।
আরও পড়ুনস্থানীয়দের দাবি, তিনি যানবাহন থেকে টাকা আদায় করার সময়ে সন্দেহ হলে তাকে আটক করেন তারা। তাকে থানায় নিয়ে আসার পর জানতে পারলাম তিনি চাকরিচ্যুত পুলিশ সদস্য।
মন্তব্য করুন