৩০০ ফিট সড়কে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত
পলাশি মোড় অবরুদ্ধ করে বুয়েটের শিক্ষার্থীদের অবস্থান
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বুয়েট সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ ও মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা এবং মোঃমেহেদি হাসান খাঁন।
জানা যায়, আজ ( ২০ ডিসেম্বর ) মধ্যরাতে ৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন এই তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবদুল্লাহ আল মামুনের পুত্র, এ লেভেলের ছাত্র সাদমান, মাতাল অবস্থায় চেক পোস্টে অপেক্ষারত ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মোহতাসিম মাসুদ।
আরও পড়ুনতাই শিক্ষার্থীরা সুবিচার নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন ব্যানার হাতে পলাশির মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।
মন্তব্য করুন