দৌলতদিয়া বোর্ডিং থেকে যুবকের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির ‘নাটোরের আলিম বোর্ডিং’ থেকে জিয়ারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম জিয়ারুল ইসলাম (৪৩)। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাওড়া আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।
জানা গেছে, গত ২৩ নভেম্বর থেকে জিয়াউল ইসলাম ওই বোর্ডিংয়ে রুম ভাড়া নেন। ওই রুমে ভাড়া থেকে তিনি ওই এলাকায় শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর কক্ষ থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে রাতে দরজা ধাক্কা দিলে বন্ধ পাওয়া যায়। এ সময় ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
আরও পড়ুনস্থানীয় কয়েক জানান, এই লোকটি অন্তত ৫/৭ দিন আগে মারা গেছেন। লাশটি ফুলে গিয়ে বিকট দুর্গন্ধ বের হচ্ছিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন