বগুড়ার নন্দীগ্রামে চালককে হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাই
স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে হাত-পা ও মুখ বেঁধে চালককে জমির মধ্যে ছুঁড়ে ফেলে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে উপজেলার ঢাকুইর-নামুইট রাস্তার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ইজিবাইক চালক রাশেদ হোসেন (২৫) নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের রতন বৈরাগির ছেলে।
ইজিবাইক চালক রাশেদের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার স্বামী রাশেদ ইজিবাইক নিয়ে নন্দীগ্রামের উদ্দেশ্য বের হয়। এরপর পাটগাড়ি যাবার কথা বলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে একজন নারী ও দুইজন পুরুষ তার ইজিবাইকে উঠে। এরপর নন্দীগ্রাম জনতা মার্কেটের সামনে গিয়ে আরও দুইজন পুরুষ তার ইজিবাইকে উঠে নন্দীগ্রাম ঢাকুইর-নামুইট রাস্তার মাঝামাঝি এলাকায় নিয়ে যায়। এরপর যাত্রীবেশে থাকা ওই দুর্বৃত্ত ইজিবাইক চালক রাশেদকে হাত-মুখ বেঁধে মাথায়, গোলায় ও বুকে ছুরি ঠেকিয়ে বেধড়ক মারপিট করে। এরপর ইজিবাইক চালক রাশেদের হাত, মুখ বাঁধা অবস্থায় জমির মধ্যে ফেলে রেখে ইজিবাইক নিয়ে চলে যায়।
আরও পড়ুনএবিষয়ে নন্দীগ্রাম থানার এসআই নাজমুল হক জানান, ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। আমরা ছিনতাই হয়ে যাওয়া ইজিবাইকটি উদ্ধার করার চেষ্টা করছি।
মন্তব্য করুন