ভিডিও শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব অটোরিকশাচালক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, অটোরিকশাটি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়ে। 

আরও পড়ুন

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটি উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ

কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

চকরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদী গ্রেপ্তার

মাহফিল থেকে ফেরার পথে বাস উল্টে খাদে,আহত ২৩

জাহাজ থেকে বিদেশে পালানো ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুশৃঙ্খল মানুষেরা সফল হয় কেন?