শ্রীপুরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও ছেলে দগ্ধ
গাজীপুরের শ্রীপুরে এক বাড়িতে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে । বিস্ফোরণে গৃহকর্ত্রী শামসুন্নাহার (৩৫) ও তার ছেলে মো. সানোয়ার হোসেন (১৬) দগ্ধ হয়েছেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুন্নাহার ও সানোয়ার হোসেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবুল হাসেম প্রধানের স্ত্রী ও ছেলে।
ওসি বলেছেন,প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ তদন্ত করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
আরও পড়ুন
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা ওই বাড়িতে যান। তারা দেখতে পান, মা ও ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। শামসুন্নাহারের মুখ ও শরীরের বড় অংশ পুড়ে গেছে। ঘরের ভেতরে হাঁড়ি-পাতিল ছড়িয়ে-ছিটিয়ে ছিল। স্বজনরা তাদেরকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেছেন।
ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণে জানালার গ্লাস ভেঙে নিচে পড়ে এবং দরজা ছিটকে পড়ে যায়।
মন্তব্য করুন