ভিডিও মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

নেত্রকোনায় ঘরে ঢুকে হাত পা বেঁধে ডাকাতি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীর বাড়িতে গ্রিল কেটে ঢুকে বাড়ির সকলের হাত-পা বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ ১৯ লাখ টাকা ,৩৫ ভরি স্বর্ণালংকারসহ অর্ধ কোটি টাকার মালামাল লুট করেছে বলে দাবি ভুক্তভোগীদের।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোররাতে ডাকাতরা হিরনপুর রেল স্টেশন সংলগ্ন ব্যবসায়ী আব্দুর রহমানের বাসভবনে ডাকাতি করে। 
 
ভুক্তভোগী আব্দুর রহমান ও স্থানীয়রা জানান, শনিবার ভোরে বাড়ির নিচতলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে চার থেকে পাঁচজনের একটি ডাকাত দল। তারা অস্ত্রের মুখে ওই বাড়ির সকলের হাত-পা বেঁধে জিম্মি করে ঘণ্টাব্যাপী বিভিন্ন কক্ষে তল্লাশি করে স্বর্ণালঙ্কারসহ হজে যাওয়ার জন্যা রাখা নগদ ১৯ লাখ টাকা নিয়ে যায়। পরবর্তীতে ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বাঁধন খুলে দেয় এবং পুলিশে খবর দেয়। ডাকাতির কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত করে। 

এসময় সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণে দেখা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ও মুখ বাধা অবস্থায় চার থেকে পাঁচ সদস্যের একটি ডাকাত দল ঘরের একটি কক্ষে হাত-পা বেঁধে সবাইকে আটক রাখে। 

ভুক্তভোগী আব্দুর রহমান আরও জানান, চলতি সপ্তাহেই ওমরা হজে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন পরিবারের সদস্যরা। সে লক্ষ্যেই নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার গোছানো ছিল। কিন্তু রাতে এ ঘটনায় সবকিছু লুটে নিয়েছে ডাকাতরা। 

আরও পড়ুন

এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। তিনি জানান এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। 

এদিকে, অপর একটি সূত্র জানায় হাইওয়ে সড়কের কাছাকাছি জায়গাতেই প্রটেকশন থাকা সত্বেও এই ডাকাতির ঘটনা ঘটে। এমনকি ডাকাত দল মুখ বেঁধে ডাকাতি করে চলে যায়। তারা সড়কে টহল থাকার পরও কি করে ডাকাতি সংগঠিত করে তা শুনে হতাশা ব্যক্ত করেন স্থানীয়রা। সেনাবাহিনীসহ নানা বাহিনীর টহল থাকার পরও এমন ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ’লীগের এদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই : জানে আলম খোকা

নাটোরের বড়াইগ্রামে একই রাতে ৩টি ট্রান্সফরমার চুরি

সন্ত্রাস করে এখন আর কেউ পার পাবে না : সাবেক এমপি মোশারফ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বগুড়ায় ছাত্রদলের ২ দিনের কর্মসূচি

বগুড়ার শিবগঞ্জে জাপা নেতা সাহিনুর গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে স্ত্রীর স্বপ্ন পূরণ করলেন স্বামী