বগুড়ার ৪১টিসহ ২৬৯ কেন্দ্রে
রাজশাহী বোর্ডের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী বগুড়ার ৪১টি সহ রাজশাহী বোর্ডে ২৬৯ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত কেন্দ্র তালিকা সূত্রে জানা গেছে, বগুড়ার ৪১টি সহ রাজশাহী শিক্ষা বোর্ডে ২৬৯ কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কেন্দ্র তালিকা চূড়ান্ত করেছে।
বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নিশিন্দারা ফকির উদ্দিন উচ্চ বিদ্যালয়, গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, ছয়পুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গোকুল তমিরুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ধুনট সরকারি নায়েম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়, সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়, আদমদীঘি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, শেরপুর সরকারি ডিজে মডেল উচ্চ বিদ্যালয়, সীমাবাড়ি এসআর বালিকা উচ্চ বিদ্যালয়, মজিবর রহমান মজনু বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়, তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মহিচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড স্কুল এন্ড কলেজ শেখাহাতী, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাহালু তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, মাঝিড়া উচ্চ বিদ্যালয়, সরকারি চাঁচাইতারা মাদলা ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, মোকামতলা উচ্চ বিদ্যালয়, গুজিয়া উচ্চ বিদ্যালয়, গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনএ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. জহিরুল হক বলেন, ২০২৫ এর এপ্রিলে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পূর্ণ সিলেবাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ইতিমধ্যেই চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সকল কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন