ভিডিও বুধবার, ১২ মার্চ ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি, বহিরাগতদের প্রবেশে বিধি-নিষেধ, ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি চলাকালে বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছুটি চলাকালে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় বহিরাগতদের প্রবেশাধিকারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৮ ডিসেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বর’২৪ পর্যন্ত এই ছুটি ঘোষণা করা হয়েছে।

নিয়ম অমান্য করলে তিনদিনের হাজতবাসের করতে হবে বলে  আজ শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি প্রক্টর ড. ফেরদৌস রহমান। তিনি বলেন, শীতকালীন ছুটির কারণে অধিকাংশ শিক্ষার্থীই বাড়ি চলে গেছে। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রবেশের সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়েছে। ক্যাম্পাস যতদিন বন্ধ রয়েছে এ নির্দেশনা বলবৎ থাকবে।

আরও পড়ুন

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জরুরি নোটিশ টাঙানো হয়। নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হলো। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে বা রেজিস্ট্রার খাতায় কারণ লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি পাওয়া যেতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নোটিশ কার্যকর থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুর ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা

প্রথম একসঙ্গে ‘ইত্যাদি’র মঞ্চে হাবিব-প্রীতম

আইপিএলের প্রথম পর্বে নেই ১১ কোটি রুপির গতিতারকা

সিনেমায় নয়, এখন নাটকেই বেশি ব্যস্ত সারা জেরিন

বগুড়ার শেরপুরে চোরচক্রের ২ সদস্য গ্রেফতার : ২৯টি  ব্যাটারি ও ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার

কাবাডিতে ব্রোঞ্জ জয়ি মেয়েদের জন্য ক্রীড়া উপদেষ্টার অনুদান