ভিডিও রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন

চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন, ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো মোখলেস উর রহমান বলেছেন, কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) সঙ্গে বসবে কমিশন। এরপর কারো মধ্যে ভুল বুঝাবুঝির সুযোগ থাকবে না।রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।সিনিয়র সচিব বলেন, প্রশাসন ক্যাডার থেকে লিখিত পেলাম। এটা আমরা কমিশনে দেব।তিনি জানান, এখানে কয়েকটি মৌলিক বিষয় নিয়ে দূরত্ব অথবা ভুল বুঝাবুঝি হয়ত কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। কমিশন এর আগে ২৩টা হয়েছে। এটা ২৪তম। এবার আরও ৬টা কমিশন হয়েছে। 

সিনিয়র সচিব আরও জানান, এ সপ্তাহে একটি ওয়ার্কশপ বা সেমিনার করে বা ক্লোজ ডোর আলোচনা করে তারা মতামত দেবে। এটার পরে কারো মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। 

আরও পড়ুন

উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তে সৃষ্ট সমস্যা সমাধানে বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ের তিন নম্বর ভবনের সামনে জড়ো হন। পরে তাদের সঙ্গে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে গৃহবধূর আত্মহত্যা 

ভোলায় ডাকাত বাহিনীর প্রধান র‍্যাবের হাতে আটক

নওগাঁর রাণীনগরে একাধিক স্থানে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

এমটিবি বার্ষিক বাণিজ্য ভিত্তিক আর্থিক পরিপালন সম্মেলন-২০২৪

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (ঢাকা) অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন