বগুড়া মোকামতলায় অস্ত্র-মাদকসহ আটক ৪
বগুড়া মোকামতলা প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় থানার টহল পুলিশ তল্লাশিতে এক নালা একটি বন্দুক ও পাঁচটি কার্তুজ, ২ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেনসিডিল সহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা রংপুরের মিঠাপুকুর থানার গোপীনাথপুর গ্রামের শহিদুলের ছেলে মমিন (২২), লালমনিরহাটের আদিতমারী থানার ভেলা বাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে নুরজামান (৩০), আজিজুলের ছেলে মোকসেদুর (২৬) এবং কলাবাড়ী গ্রামের মোফাজ্জলের ছেলে আর আমিন (২৮)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সারওয়ার পারভেজ জানান, গতকাল শনিবার (২১ শে ডিসেম্বর) দিবাগত রাতে মহাসড়কের স্থানীয় মুরাদপুর নামক স্থানে ঢাকাগামী বিভিন্ন যাত্রীবাহী কোচ তল্লাশি করা হয়। তল্লাশির সময় এক নলা একটি বন্দুক ও ৫ টি কার্তুজ সহ মমিন, ২ কেজি গাঁজা সহ আল আমিন, নুরজামান ও মোকসেদুর কে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তিনি আরোও জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন
মন্তব্য করুন