নওগাঁর পোরশায় মাদকসহ যুবলীগের সাবেক নেতা আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : পোরশায় ৪০পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবলীগের সাবেক নেতা মনিরুল হাসান সুমনকে আটক করেছে পোরশা থানা পুলিশ। মনিরুল হাসান সুমন পোরশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলার নিতপুর সদর মাস্টারপাড়ার মৃত আকতার হোসেনের ছেলে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ সুমনের বাড়ির সামনে অভিযান চালিয়ে সুমনের শরীর তল্লাশি করে তার থেকে ৪০ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে।
আরও পড়ুনপোরশা থানার অফিসার ইনচার্জ শাহীর রেজা জানান, যুবলীগ নেতা সুমন দীর্ঘদিন ধরে মাদকের সাথে জড়িত থেকে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদ পেয়ে তাকে মাদকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। শনিবার তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান।
মন্তব্য করুন