বগুড়ার শেরপুরে ৩ দিন ব্যাপী ঘৌড়দৌড় মেলার উদ্বোধন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরের সদর হাঁসড়া আদর্শ সমবায় সমিতি, সমাজ কল্যাণ সমবায় সমিতি ও একতা বন্ধন সমবায় সমিতির উদ্যোগে ৩দিন ব্যাপী ঘৌড়দৌড় মেলার উদ্বোধন করা হয়েছে। এলাকার যুব সমাজ মিলে ৩৮ বছর যাবৎ এই মেলাটি নিয়মিত আয়োজন করে আসছে।
গতকাল বিকাল ৫ টায় মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। সিমাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আফতাব হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, বিএনপি নেতা শফিকুল ইসলাম আরফান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন