ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খানা-খন্দে ভরপুর শেরপুর পৌর সড়ক, দুর্ভোগে পথচারি

খানা-খন্দে ভরপুর শেরপুর পৌর সড়ক, দুর্ভোগে পথচারি। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুর পৌর শহরের প্রতিটি রাস্তার বেহাল দশা। প্রতিটি রাস্তার কার্পেটিং উঠে চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাগুলোর ইট-সুরকি উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। অধিকাংশ যায়গায় কার্পেটিং এর কোন অস্তিত্ব পাওয়া যায় না। এই সকল রাস্তা দিয়ে স্কুল, কলেজ মাদ্রাসার হাজার হাজার ছাত্র-ছাত্রীসহ জনসাধারণকে নানা ভোগান্তি নিয়ে পথ চলতে হয়।

পৌর শহরের ভিতরের সড়কগুলোতে রিক্সা সহজে যেতে চায়না, আবার গেলেও ভাড়া দিতে হয় বেশি শুধুমাত্র খারাপ রাস্তার কারনে। এছাড়াও যাত্রীরা খুববেশি প্রয়োজন না হলে শহরের ভিতরের রাস্তা এড়িয়ে মহাসড়ক দিয়ে চলাচল করেন। পৌরসভার আলীয়া মাদরাসা গেট হয়ে হাটখোলা, খন্দকার পাড়া হয়ে রেজিস্ট্রি অফিস বাজার ও পৌরসভা কার্যালয় এবং থানা পর্যন্ত, সকাল বাজার, বিকাল বাজার সহ সকল রাস্তার একই অবস্থা।

আলীয়া মাদারসা হতে বারোদুয়ারি হাট রোডের ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, খোয়া দিয়ে কোন রকমে রাস্তাটি মেরামত করলেও সামান্য বৃষ্টি হলেই পানি জমে সেগুলো উঠে গিয়ে আরও বড় খানা খন্দের সৃষ্টি হয়ে ভোগান্তি বাড়ে। ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনা নেয়ায় চরম ভোগান্তিতে পড়তে হয়।

আরও পড়ুন

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, ফান্ড না থাকার কারণে দীর্ঘদিন ধরে কোন প্রকার প্রকল্প নেই বিধায় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার করা সম্ভব হয়নি। সে কারণে পৌর সড়কগুলোর বেহাল দশা।           
বর্তমান পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, আমি দায়িত্ব পাবার পর দুটি রাস্তায় কার্পেটিং করেছি। জন গুরুত্বপূর্ন বিবেচনা করে কার্পেটিং কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২