প্রায় ৬ লাখ টাকার মোবাইল ফোন উদ্ধার হয়নি
বগুড়ায় রানার প্লাজা থেকে তালা কাটার যন্ত্রসহ একজন আটক
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নবাববাড়ি সড়কে রানার প্লাজা মার্কেটে ফের চুরির চেষ্টা হয়েছে। এবার দ্বিতীয়তলা থেকে তালা কাটার যন্ত্রসহ জামাল নামে একজনকে আটক করা হয়েছে। সে দোকানে চুরির জন্য ওৎ পেতেছিল। আজ রোববার (২২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
বগুড়া সদর ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম জানান, রানার প্লাজার ২য় তলায় বাথরুম থেকে জামাল নামে ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে বের হয়ে আসলে মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সন্দেহ হয়। এ সময় তারা তাকে আটক করে সাথে করে ওই বাথরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখে সে তালা কাটার একটি যন্ত্র লুকিয়ে রেখেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে সদর ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে জামালকে গ্রেপ্তার করে এবং তালা কাটার যন্ত্রটি উদ্ধার করে।
এসআই শহিদুল আরও জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিস্তু সে আজ রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টা পর্যন্ত মুখ খোলেনি। এদিকে গত ১৮ ডিসেম্বর রাতে রানার প্লাজায় মোবাইল মার্কেটের মোবাইল ভাইজান নামে আরও একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয়।
চোরেরা রাত দেড়টার দিকে দোকানের সার্টারের তালা কেটে বিভিন্ন মডেলের ২৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। যার মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। তবে আজ রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত একটি মোবাইল ফোনও উদ্ধার হয়নি। এ বিষয়ে সদর থানার ওসি এসএস মঈনুদ্দীন জানান, ওই মার্কেটের এক সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। কিন্ত সে কোন তথ্য দেয়নি। পরে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে বাদি মামলাও করেনি। তারপরও পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন