ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

জবি প্রতিনিধি: জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন ২০২৪ শেরপুর জেলার গজনী অবকাশে অনুষ্ঠিত হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি এক মিলনমেলায় পরিণত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক শিক্ষার্থীরা(জবিয়ান) সারাদেশে সরকারি ও বেসরকারি কর্মকর্তা হিসেবে বা সরকারের গুরুত্বপূর্ণ পদে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জামালপুর জেলার সাবেক জবিয়ানদের একান্ত প্রচেষ্টায় জামালপুরে অবস্থানরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রিতি বৃদ্ধি করতে সেই ২০২০ সাল থেকে জবিয়ান জামালপুর ফোরাম কাজ করে আসছে। বনভোজনের জন্য সকাল সাড়ে সাতটায় জামালপুরের পাঁচ রাস্তা থেকে বাস গজনী অবকাশের উদ্দেশ্যে যাত্রা করে। দিনব্যাপী এ আয়োজনে ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, লটারি এবং স্মৃতিচারণমূলক আলোচনা।

দুপুরে ঐতিহ্যবাহী মিল্লিভাত পরিবেশন করা হয়, যা অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে। বনভোজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হাসি-আনন্দে মুখরিত পরিবেশে একে অপরের সঙ্গে স্মৃতিচারণ, খুনসুটি আর গল্পে সময় কেটেছে। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল চূড়ান্ত উচ্ছ্বাস, আর বিজয়ীদের মুখে ঝরে পড়ছিল খুশির ঝলক। দিনশেষে ফোরামের সদস্যরা আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

ফোরামের আহ্বায়ক ও হযরত শাহজামাল (র.) জেনারেল হাসপাতালের এমডি জনাব আশরাফুল ইসলাম বুলবুল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এই মিলনমেলার মাধ্যমে একটি আন্তরিকতা ও সুসম্পর্ক তৈরি হবে। আমরা সবাই একত্রে একটি পরিবারের মতো পথ চলতে চাই।”

আরও পড়ুন

জবিস্থ জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের বর্তমান সভাপতি হারুন বলেন, "জামালপুর আমার অস্তিত্ব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমার পরিচয়। সুতরাং জবিয়ান জামালপুর আমার অনুভূতির সাথে মিশে আছে।সাবেক জবিয়ান ভাইরা আমাদের প্রেরণার উৎস।তাদের প্রেরণা ও সহানুভূতি নিয়ে জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ কে আরো এগিয়ে নিব, ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সুবিধা দিতে একটি গোষ্ঠী গুচ্ছে পক্ষে: জবি শিক্ষক সমিতি

জবিয়ান জামালপুর ফোরামের বার্ষিক বনভোজন গজনী অবকাশে

যমুনায় অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, সনাক্ত হয়নি ৬ দিনেও

বগুড়ার শেরপর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মালেক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীসহ নিহত ২