ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কা, কুমিল্লায় ৩ জনের মৃত্যু

বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কা, কুমিল্লায় ৩ জনের মৃত্যু, ছবি: সংগৃহীত

মফস্বলডেস্ক: কুমিল্লায় দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কায় নিহত হয়েছে তিনজন আরোহী। রোববার (২২ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার বুড়িচং সড়কের পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার আড়াইওরা এলাকার কাউসার খলিলের ছেলে আহাদ হোসেন, ভুবনগড় এলাকার মনির হোসেনের ছেলে মিনহাজুল এবং বুড়িচং উপজেলার শিকারপুর এলাকার জাকির হোসেনের ছেলে মোহাম্মদ ইমন।

নিহত আহাদের মামা পাপন জানান, আড়াইওরা মধ্যমপাড়া এলাকায় মামার বিয়ের অনুষ্ঠান থেকে ভিডিওগ্রাফার মিনহাজকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল আহাদ ও ইমন। যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। যতটুকু জানা গেছে- ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর উপজেলার পালপাড়া এলাকায় বুড়িচং সড়কে দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এতে তিনজন প্রাণ হারিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ডিভোর্স হয়নি দাবি শ্রীলেখার

স্ত্রী-সন্তানসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদক’র মামলা

সেভিয়াকে হারিয়ে বার্সাকে সরিয়ে দুইয়ে রিয়াল

বাড়িতে হামলা, সন্তানদের অন্যত্র পাঠিয়ে দিলেন আল্লু অর্জুন

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত