বগুড়া মোকামতলায় বুপ্রিনরপিন মাদকসহ গ্রেফতার ২
মফস্বল ডেস্ক : বগুড়ায় ভয়ানক মাদক বুপ্রিনরপিনের এক হাজর ৪৫০পিস এম্পোলসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রংপুর-ঢাকা মহাসড়কে এলপিজি অটোগ্যাস স্টেশনের সামনে থেকে বুপ্রিনরপিন মাদকের এক হাজার ৪৫০পিস এম্পোলসহ দুইজনকে গ্রেফতার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশিগাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমর ফারুক (৩৩) ও কুশিগাড়ী গ্রামের মৃত হামেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩২)।
বগুড়া জেলা পুলিশের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন