ঘরের মাঠে বিধ্বস্ত আমোরিমের ম্যানইউ
স্পোর্টস ডেস্ক : টেন হাগের অধীনে ধুঁকছিল রেড ডেভিলসরা। দলকে লড়াইয়ে ফেরাতে পর্তুগিজ লিগে কৌশলের দুর্দান্ত মারপ্যাচ দেখানো আমোরিমকে নিয়োগ দেয় ম্যানইউ বোর্ড। কিন্তু তার অধীনে জট যেন আরও পাকিয়ে যাচ্ছে।
রোববার লিগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানইউ যেমন ৩-০ গোলে হেরেছে বোর্নামাউথের কাছে। এই জয়ে লিগ টেবিলে বোর্নামাউথ পাঁচে উঠেছে। ম্যানইউ-এর ডাগ আউটে আমোরিম সব মিলিয়ে দাঁড়িয়েছেন ৯ ম্যাচে। যার চারটিতে হেরেছে তার দল। ওল্ড ট্রাফোর্ডে এদিন মার্কোস রাশফোর্ড, অ্যালেজান্দ্রো গার্নাচোকে বেঞ্চে বসিয়ে শুরু করেন কোচ আমোরিম। রক্ষণে ডি লিখটকে বসিয়ে রাখেন হ্যারি মাগুইরেকে। কিন্তু তার এই অদল-বদল কিংবা পরীক্ষা-নিরীক্ষার খেলা জমেনি।
আরও পড়ুনম্যাচের ২৯ মিনিটে ডিন হুজসেন প্রথম বোর্নামাউথকে লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে জাস্টিন ক্লুভার্ট পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। দুই মিনিট পরই ৩-০ গোলের লিড নেয় ম্যানইউ। শেষ পর্যন্ত বড় জয়েই মাঠ ছাড়ে দলটি। বড় এই হারে লিড টেবিলে ১৩তম অবস্থানে নেমে গেল রেড ডেভিলসরা।
মন্তব্য করুন