ভিডিও সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পিংকির না হলেও জ্যোতির ইতিহাস

পিংকির না হলেও জ্যোতির ইতিহাস, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের লংগার ভার্সন ক্রিকেট শুরু হয়েছে। প্রথম আসরের প্রথম রাউন্ডের দুই সেঞ্চুরি এলো। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ইতিহাস গড়েছেন। দেশের নারী প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন তিনি। যদিও জ্যোতির আগে সেঞ্চুরি করার সুযোগ ছিলো ফারজানা হক পিংকির।

শহীদ কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। টস জিতে মধ্যাঞ্চল আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে ফারজানা হক পিংকির সুযোগ ছিল প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার। কিন্তু ৮৬ রানে আউট হন তিনি। উত্তরাঞ্চলকে দমিয়ে রাখতে বল হাতে দারুণ করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪৮ রানে তার শিকার চার উইকেট। জবাবে খেলতে নেমে মধ্যাঞ্চলের অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে তারা ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তিনি খেলেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। ২৫৩ বলে ২০ চার ও ২ ছক্কায় ১৫৩ রানের ইনিংসটি সাজান। বাংলাদেশর নারী ক্রিকেট ইতিহাসে জ্যোতির এই সেঞ্চুরিটিই হয়ে থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম। এদিকে উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ১৪৭ রানে পিছিয়ে থেকে উত্তরাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

সবজির বাজারে স্বস্তি