রাজশাহীর হয়ে বিপিএলে মাঠে নামবেন হারিস
স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক সপ্তাহ পর মাঠে গড়াবে বিপিএল। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’ দিয়ে টুর্নামেন্টের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আর শেষ মুহূর্তে পাকিস্তানি তারকা মোহাম্মদ হারিসকে দলে ভিড়িয়েছে দুর্বার রাজশাহী।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। এর আগে হারিসকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তারা। পাকিস্তানের হয়ে ৬ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলা হারিস বিপিএলে এর আগে খেলেছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। ২০২৩ বিপিএলে দলটির হয়ে ৪ ম্যাচে ৬৩ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার। তরুণ জিসান আলম কিংবা অভিজ্ঞ এনামুল হকের সঙ্গে রাজশাহীর হয়ে ওপেনিং করতে দেখা যেতে পারে তাকে।
আরও পড়ুনদুর্বার রাজশাহীর স্কোয়াড : এনামুল হক বিজয়, জিসান আলম, তাসকিন আহমেদ, মোহাম্মদ হারিস, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সাদ নাসিম, লাহিরু সামারাকুন, সানজামুল ইসলাম, মেহেরব হোসেন অহিন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম ও মোহর শেখ অন্তর।
মন্তব্য করুন