কুড়িগ্র্রামের ফুলবাড়িতে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার কাশিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওই অনন্তপুর গ্রামের আবু ছালেকের ছেলে আরিফুর রহমান (২৫) এবং খড়িবাড়ী বাজার শাখা যুবলীগের সভাপতি খড়িবাড়ী শেখ পাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে বেলাল হোসেন শেখ (৪৫)।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেফতারকৃতরা দীর্ঘদিন আত্নগোপনে ছিল। শনিবার তারা এলাকায় ফিরেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলার আসামী তারা।
আরও পড়ুনফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন