রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার খালাশপীর-পীরগঞ্জ সড়কের চৌরাহাট ও জাফরপাড়ায় পৃথক দুর্ঘটনা ঘটে। পৌরসভাস্থ চৌরাহাট নামক স্থানে বালু ভর্তি মাহিন্দ্র ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঠিকাদার ফিরোজ (৩৪) গুরুতর জখমপ্রাপ্ত হয়।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ফিরোজের মৃত্যু হয়। সে পীরগঞ্জ সদর ইউনিয়নের খামার তাহিরপুর গ্রামের হোসেন আলীর ছেলে। জাফরপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন বর্ণিত সড়কে ব্যাটারী চালিত মিশুক ভ্যানের ধাক্কায় আবির (৬) নামে শিশু নিহত হয়।
রাস্তা পারাপারের সময় মিশুক ভ্যানটি আবিরকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আবিরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়। নিহত আবির উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের রুবেল মিয়ার একমাত্র ছেলে।
আরও পড়ুনসে স্থানীয় জাফরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী। ওসি এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনা আইনে পৃথক ২টি ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে।
মন্তব্য করুন