ভূইয়াগাঁতী বাজারে সার্টারের তালা কেটে তিন দোকানের মালামাল চুরি
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী বাজারে তালা কেটে তিন দোকানে চুরি হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার ঘুড়কা ইউনিয়নের বৃহত্তর হাট-বাজার ভূইয়াগাঁতীতে গভীররাতে একদল অজ্ঞাতনামা চোরের দল সার্টারের তালা কেটে ৩টি দোকানে টাকাসহ মালামাল চুরি করেছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো- হাসান আলী, তোজ্জাম্মেল হোসেন ইলেকট্র্রনিক্স এ্যান্ড মেকানিক্স ও শাহাআলমের মুদি দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা জানান, ৩টি দোকান মিলে মোট ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন