ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৩ ডিসেম্বর ২০২৪ ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শফিউদ্দিন আহমেদ ও প্রধান কার্যালয়ের নির্বাহীগণ নারায়নগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নরসিংদী, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং চাঁদপুর জেলার শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।
সভায় আমানতকারীদের আস্থা বৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়। গ্রাহকবৃন্দ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাঁরা আরো বলেন, ইউনিয়ন ব্যাংক আমাদেরই ব্যাংক, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো, ইনশাআল্লাহ।
আরও পড়ুন
মন্তব্য করুন