পিকনিক নিয়ে বিরোধ
বগুড়ার আদমদীঘিতে সাবেক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পিকনিক নিয়ে বিরোধের জের ধরে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক আজিজার রহমানের (৫৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগে নাকি প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন এ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
গতকাল রোববার দিবাগত রাত ৯টায় আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। আজিজার রহমান ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। আদমদীঘি থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার সন্ধ্যার পর কয়াকঞ্চি গ্রামের মেজবাহুল, হিরো, রাঙ্গা, সাদ্দাম, লিটনসহ প্রায় ২৫ জন কিশোর-যুবক হাঁস দিয়ে পিকনিক করার জন্য গ্রামের রাস্তার পাশে রান্না শুরু করেন। রাত ৯টা দিকে সাবেক ইউপি সদস্য আজিজার রহমানসহ বেশ কয়েকজন ব্যক্তি ওই পিকনিক স্পটে গিয়ে কেন পিকনিক ব্যবস্থা করা হয়েছে, এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে চুলায় থাকা রান্নার পাতিলসহ খাবার মাটিতে ফেলে দেন।
আরও পড়ুনএ নিয়ে আবারও বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় আজিজার রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই আদমদীঘি থানায় খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আজিজার রহমানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় মৃত আজিজার রহমানের ছেলে নাইম হোসেন জানান, তার বাবা প্রতিপক্ষের আঘাতে মারা গেছেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, এই অপ্রীতিকর ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে আজিজার রহমান হৃদরোগে নাকি আঘাতে মারা গেছেন, তা ময়নাতদন্ত রির্পোট পাওয়া গেলে জানা যাবে।
মন্তব্য করুন