জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় একজন আটক
বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের কয়া সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় আবু সাঈদ (২৫) নামের এক যুবককে আটক করেছে কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। আবু সাঈদ পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ২নং চেঁচড়া গ্রামের পরশ মন্ডলের ছেলে।
বিজিবি সূত্রে জানায়, আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে বাগজানা ইউনিয়নের কয়া সীমান্তের ২৮৩/৫ এস পিলারের পাঁচগজ বাংলাদেশ অভ্যন্তরে রামভদ্রপুর মাঠ দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সাঈদকে আটক করে কয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। তার বিরুদ্ধে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, গ্রেপ্তারকৃত যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন