ভিডিও মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পাবনার চাটমোহরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ

পাবনার চাটমোহরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগ। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরের কিছু রাসায়নিক সারের ডিলার সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছেন কৃষকের কাছে। ডিলাররা কৃষকের কাছে বেশি দামে সার বিক্রি করলেও রশিদ বইয়ে লিখছেন সরকার নির্ধারিত মূল্য।

যে কৃষক সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করছেন তাদের কাছে সার বিক্রি করছেন না ডিলাররা। গতকাল রোববার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ব্যবসায়ী ও রাসায়নিক সারের ডিলার আব্দুল কুদ্দুস সরকারের ব্যবসা প্রতিষ্ঠানেও ঘটেছে এমন ঘটনা।

উপজেলার মুলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের শহিদুল ইসলাম নামক এক ভুক্তভোগী কৃষক জানান, রোববার সকালে আমি এক বস্তা ইউরিয়া সার ও এক বস্তা ডিএপি সার কিনতে ডিলার কুদ্দুস সরকারের ব্যবসা প্রতিষ্ঠানে যাই। এক বস্তা ডিএপি সারের সরকার নির্ধারিত দাম ১হাজার ৫০ টাকা হলেও ডিলারের ম্যানেজার এক বস্তা ডিএপি সারের দাম চান ১হাজার ৪৮০ টাকা।

আরও পড়ুন

এক বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ১হাজার ৩৫০ টাকা হলেও তিনি দাম চান ১ হাজার ৪শ’ টাকা। আমি অতিরিক্ত টাকা দিতে না চাইলে এ নিয়ে বাকবিতন্ডা হয়। অবশেষে বাধ্য হয়ে আমি ১ হাজার ৪৮০ টাকা দিয়ে এক বস্তা ডিএপি সার কিনলেও আমাকে রশীদ দেয়নি। সকল কৃষকের কাছে থেকেই একই ভাবে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে জানান এই কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন জানান, কোন ডিলার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বলা হয়েছে। কোন ডিলার অতিরিক্ত মূল্যে সার বিক্রি করলে তার বা তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরে গাজনার বিলের পানি সেচে ও গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

বগুড়ায় ১৪৫০ এ্যাম্পুল নেশার ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার

জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের পিঠা উৎসবের সেকাল-একাল

বগুড়ার শিবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

দিনাজপুরের হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

সবজির বাজারে স্বস্তি