বগুড়ার গাবতলীতে ছাত্রদল নেতাকে রামদা দিয়ে কুপিয়ে জখম
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী পৌরসভা ৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির ইসলাম (২৭) ও তার সহপাঠী সবুজকে (৩২) রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত গভীর রাতে গাবতলী পৌরসভাধীন সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের জেল্লা মিয়ার ছেলে জাকির ইসলাম ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে সবুজ গত শনিবার রাতে চকবোচাই স্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা পূর্বশত্রুতার জের ধরে তাদের পথরোধ করে রামদাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
জাকিরের স্বজনরা জানান, জাকিরের মাথায় রামদা দিয়ে এলোপাতারিভাবে আঘাত করা হয়েছে। জাকিরের মাথায় ২৬টি সেলাই দেওয়া হয়েছে। লোহার রড দিয়ে পা থেতলে দেওয়া হয়েছে। সবুজকেও পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। দু’জনের গোটা শরীর থেতলে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, বিষয়টি তিনি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন
মন্তব্য করুন