দিনাজপুরের বিরলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল রোববার দুপুরে চলমান মাদকবিরোধী অভিযানে দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পরিদর্শক মোঃ আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই গ্রামের সোলাইমান আলীর ছেলে মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম (৩৫) এর শয়নঘরে তল্লাশি চালায়।
এসময় খাটের নিচ থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
আরও পড়ুনএ ঘটনায় বিরল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন