গায়ক শানের ফ্ল্যাটে আগুন
বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শানের মুম্বাইয়ে ফ্লাটে সোমবার মধ্যরাতে আগুনের ঘটনা ঘটে। তারকাদের আবাসিক এলাকা নামে পরিচিত বান্দ্রায় এই ঘটনা ঘটে।
ভারতের সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বহুতল ভবনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ির চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসে ১০টি ইউনিট পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। শানের ফ্ল্যাটের এই অগ্নিকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে। এই অগ্নিকাণ্ডের সময়ে শান এবং তার পরিবারের সদস্যরা ফ্ল্যাটে ছিলেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রমতে, আশঙ্কাজনক অবস্থায় ৮০ বছরের এক বৃদ্ধাকে উদ্ধার করে আইসিইউ -তে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের জানা যায়, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল ওই বহুতলে। কী ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। জানা যায়, বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টে ১১ তলায় থাকেন গায়ক শান। আর ওই বিল্ডিং-এর ৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সেসময় ওই আবাসনে অনেকেই আটকে পড়েন।
আরও পড়ুনপ্রসঙ্গত, শান ভারতের একজন প্রখ্যাত গায়ক এবং অভিনেতা। তিনি ১৯৭২ সালের ৩০ সেপ্টেম্বর ভারতের কান্দ্বায় জন্মগ্রহণ করেন। তার কর্মজীবনের শুরুতে তিনি তার বোন সাগরিকার সাথে জুটি বেঁধে কিছু জনপ্রিয় গান করেন। পরে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্য প্লেব্যাক করেন এবং নিজের ব্যক্তিগত অ্যালবামও প্রকাশ করেন। তার বাবা মানস মুখার্জি বলিউডের সুরকার ছিলেন।
মন্তব্য করুন