ভিডিও বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

তাজুল হত্যার বিচারের দাবি

বগুড়ায় ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথি ভাইদের বিক্ষোভ সমাবেশ

বগুড়ায় ওলামা মাশায়েখ ও তাবলিগ সাথি ভাইদের বিক্ষোভ সমাবেশ। ছবি : দৈনিক করতোয়া

ওলামাপন্থী তাবলিগ জামাতের সাথি তাজুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথাস্থ মুক্তমঞ্চে বগুড়া জামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব নজিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের নেতা ও বগুড়া জামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল হক আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিস বগুড়া জেলা সভাপতি মাওলানা এহসানুল হক, জামিল মাদ্রাসার সহকারী মুহতামিম মাওলানা আতাউল্লাহ নিজামি, মাওলানা আব্দুস সবুর, তাবলিগের শুরা সদস্য মাওলানা আলাউদ্দিন, মাওলানা সিয়াম, মাওলানা শিবলি, আব্দুর রাজ্জাক, কারবালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাওলানা মঞ্জুরুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু হুরায়রা, মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টার সময় তাবলিগ জামাতের সাথিদের ওপর সাদপন্থী সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের উপর্যুপরি আঘাতে চারজন সাথি শহিদ হন। উক্ত শহিদদের মাঝে একজন বগুড়া তাজুল ইসলাম ওলামাপন্থী সাথি।

আরও পড়ুন

তাজুলসহ তাবলিগের মাঠে নিহত ও আহতদের বিচারের দাবি জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশ থেকে সাত দফা দাবি উপত্থাপন করেন বগুড়া কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস ও হেফাজতে ইসলাম বগুড়া জেলা সেক্রেটারি মাওলানা কাজী ফজলুল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাজের ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে কুপিয়ে হত্যা: র‌্যাব

যশোরে মধুমেলার উন্মুক্ত নিলামে বিএনপির দু’গ্রুপের হাতাহাতি

আফগানিস্তানে নিহতরা সবাই ছিলেন পাকিস্তানি শরণার্থী

সালথায় আধিপত্যর জেরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বান্দরবানের সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ