ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় ৮ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ইসরাইলি ড্রোন হামলায় ৮ ফিলিস্তিনি নিহত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম ও নুর শামস শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ ঘটনায় নারীসহ অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরাইলি বাহিনীর ড্রোন হামলা ও গুলিতে তুলকারেম শরণার্থী শিবিরে সাতজন এবং পার্শ্ববর্তী নূর শামস  শরণার্থীশিবিরে একজন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেমে ইসরাইলি হামলায় নিহত সাতজনের মধ্যে খাওলা আলী আবদুল্লাহ আবদো (৫৩) এবং বারা খালিদ হুসেইন (৩০) নামে দুই ফিলিস্তিনি নারী এবং ফাতি সাঈদ সালেম ওবায়েদ নামে ১৮ বছর বয়সি এক তরুণী রয়েছেন। ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, বুকে ও পেটে গুলি লেগে তরুণী এবং ড্রোন হামলায় দুই নারী নিহত হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি ড্রোন হামলায় নুর শামস শহরে বেশ কয়েকজন আহত হয়েছেন।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তুলকারেমে ‘সন্ত্রাসবাদবিরোধী’ অভিযানে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অভিযানে ১৮ জনকে গ্রেফতার এবং কয়েক ডজন অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া নূর শামস শরণার্থী শিবিরে বিমান হামলার তথ্যও নিশ্চিত করেছে ইসরাইলি বাহিনী।

আরও পড়ুন

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় তুলকারেমে তাদের দুই সদস্য নিহত হয়েছেন। ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে এবং বুধবার ভোরে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর আরও গুলি চালানোর খবর পাওয়া গেছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে প্রবেশ করতে শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা

ফায়ারফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি

সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

সময় টিভি ও এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত