শুধু নির্বাচনের জন্য মানুষ জীবন দেননি : আসিফ মাহমুদ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধু একটি নির্বাচনের জন্য এতোগুলো মানুষ শহিদ হননি। নির্বাচনের আগে সংস্কারের বিষয়টি গুরুত্বপূর্ণ।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই উপদেষ্টা বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। সরকার এখন এসব জেলা-উপজেলার উন্নয়নে কাজ করবে। বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। তিনি বালিয়াডাঙ্গী উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তারা ঠিকাদারির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। এসব বিষয় মনিটরিং করা হবে।
গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। তাদের চিকিৎসা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। দ্রুত আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব।
আরও পড়ুন
মন্তব্য করুন