ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের

পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকতিকার বারমালে পাকিস্তানি বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। জোর দিয়ে তারা আরও বলেছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। ওয়াজিরিস্তানি উদ্বাস্তুদের লক্ষ্য করে বোমা হামলার জবাব পাকিস্তানকে দিতে হবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার পর ওই প্রতিক্রিয়া জানায় মন্ত্রণালয়। এ ঘটনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই অঞ্চলে ঘাঁটি গেড়ে থাকা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকেও কড়া প্রতিক্রিয়া দেখানোর শঙ্কা থেকে যাচ্ছে। পাকিস্তানি কর্মকর্তারা এখনো কয়েক ঘণ্টা আগে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে পাকিস্তানি সেনাবাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র সাংবাদিকদের জানিয়েছে, বিমান হামলা সীমান্তে পাকিস্তানি তালেবানের আস্তানাকে লক্ষ্য করে করা হয়েছে। কারণ, তালেবানরা পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। আফগান তালেবানরা ওই জঙ্গিদের হামলা ঠেকাতে তাদের সহযোগিতা করছে না বরং, আফগানিস্তানের ভূমি ব্যবহার করার সুযোগ দিয়ে পাকিস্তানের সীমান্ত অশান্ত করে তুলেছে। তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়াতুল্লাহ খোয়ারজমি পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি অস্বীকার করেছেন। এক্স-বার্তায় তিনি বলেন, বেসামরিক মানুষদের ওপর হামলা হয়েছে। যাদের বেশিরভাগ ওয়াজিরিস্তানি উদ্বাস্তু। তারাই বিমান হামলায় নিহত হয়েছেন।

আরও পড়ুন

যদিও কোনো সঠিক হতাহতের পরিসংখ্যান দেননি তিনি। তবে খোয়ারজমি বলেছেন, হামলায় বেশ কয়েকজন শিশু এবং অন্যান্য বেসামরিক ব্যক্তি শহীদ ও আহত হয়েছেন। অপরদিকে পৃথক সূত্র বলছে, পাকিস্তানের হামলায় ধ্বংস হয়ে গেছে আফগানিস্তানের একটি নিভৃত গ্রাম। সেই গ্রামের নারী-শিশুসহ অন্তত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

বগুড়ায় সরেজমিন গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ

বগুড়ায় পৃথক মারপিটের ঘটনায় চারজন আহত  

পল্লীকবি জসীম উদদীনের মেজ ছেলে ড. জামাল আর নেই

জমিতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ তিন পাচারকারী আটক