ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

পিএসএল ড্রাফটে মোস্তাফিজ

পিএসএল ড্রাফটে মোস্তাফিজ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমান এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন। 

মোস্তাফিজ এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন তিনি। কিন্তু এবারের আইপিএল নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে টানেনি। পাকিস্তান সুপার লিগের আসন্ন মৌসুমটি আইপিএল’র সময়সূচির সঙ্গে মিল রেখে আয়োজন করা হবে। ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের জন্য এটি একটি বড় সুযোগ। মুস্তাফিজের মতো অভিজ্ঞ এবং কার্যকরী বোলারের প্রতি পিএসএল’র দলগুলোর আগ্রহ থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পিএসএলে খেলার জন্য এনওসি পেলে, মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হতে পারে। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করলে, তার প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আরও বাড়বে। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং এরপর পিএসএল মাঠে গড়াবে। মোস্তাফিজুর রহমানের পিএসএলে অংশগ্রহণ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ারফাইটার নয়নের জানাজা বাদ জোহর, অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা

কনস্টাসকে ‘ধাক্কা’ দিয়ে সমালোচনায় কোহলি

সচিবালয়ে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে উপদেষ্টারা

সময় টিভি ও এএফপির প্রতিবেদন নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত

সচিবালয়ে আগুনের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হবে