ভিডিও বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

নেত্রকোণা থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খেজুরের রস খেতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক হয়েছেন ১৫ জন।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদী এলাকা থেকে তাদের আটক করে পাকুন্দিয়া থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ কর‍া হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামের আরমান মিয়া (১৯), মোজাহিদুল ইসলাম জিহাদ (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত ১৮), ইকবাল হোসেন শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), ওয়াশেরপুর গ্রামের আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), মাহফুজ আলম(১৭), অমিত (১৮), পূর্ব সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), সাউদপাড়া গ্রামের আশিকুর রহমান একান্ত (১৯) ও তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮)। তারা প্রত্যেকেই বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী।

আরও পড়ুন

জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে পাকুন্দিয়া উপজেলায় খেজুরের রস খেতে আসে লোকজন। ভোররাতেই আসতে হয় রস খেতে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামদী এলাকায় ১৫ জন তরুণ খেজুরের রস খেতে আসেন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার সময় এলাকাবাসীর হাতে ওই ১৫ জন আটক হয়। পরে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার