ম্যানসিটি’র বড় প্রস্তাব প্রত্যাখ্যান রদ্রিগোর
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের ওপর ছিল সব আলো। মৌসুমে ১৮ গোল করে ও ৯ গোলে সহায়তা দিয়েও তারকাখ্যাতি পাননি রদ্রিগো গোয়েস। ওদিকে নতুন মৌসুমে কিলিয়ান এমবাপ্পে ও এন্ডিকের রিয়ালে যোগ দেওয়া নিশ্চিত হয়েছিল। সব মিলিয়ে মৌসুমের শুরুতে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্য করা এবং ভালো বেতন দেওয়ার প্রস্তাবে ছিল। কিন্তু রদ্রিগো ওই প্রস্তাবে রাজি হননি। বরং ভিনি-এমবাপ্পে ও বেলিংহামের ভিড়ে নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ নেন এই ব্রাজিলিয়ান। সংবাদ মাধ্যম রেনেভো দাবি করেছে, ভক্তদের প্রশংসা না পাওয়া ও কিছু ব্যক্তিগত কারণে রদ্রিগো কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। ওই সময় ম্যানসিটি’র থেকে প্রস্তাব আছে, যা ছিল খুবই আকর্ষণীয়। কিন্তু রদ্রিগো ব্লাঙ্কোস শিবিরে সাফল্য পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। ক্লাবও তাকে ধরে রাখার বিষয়ে পুরোপুরি দৃঢ় অবস্থানে ছিল।
চলতি মৌসুম ম্যানচেস্টার সিটির খারাপ যাচ্ছে। কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, কেভিন ডি ব্রুইনি, ইল্কে গুন্দোগান, এদেরসন, কাইল ওয়াকারদের বাদ দিয়ে আগামী মৌসুমে নতুন করে শুরু করতে চান পেপ গার্দিওলা। নতুন করে দল সাজানোর পরিকল্পনায় এখনো রদ্রিগো তার পছন্দের তালিকায় আছেন বলেও দাবি করা হয়েছে।
আরও পড়ুনমন্তব্য করুন