শনিবার চট্টগ্রামে বিপিএল কনসার্ট
আগামী শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবাহিক তৃতীয় কনসার্ট হবে। ‘বিপিএল মিউজিক ফেস্ট-২০২৫’ শিরোনামে কনসার্টে পারফর্ম করবে সঙ্গীত তারকা হাবিব ওয়াহেদ, ফুয়াদসহ ঢাকা ও চট্টগ্রামের এক ঝাঁক খ্যাতিমান শিল্পী।
কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। সর্বনিম্ম ৫০০ টাকায় টিকিট মিলবে। কনসার্টে মানিব্যাগ আর মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ব্যাগ বা ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। এ উপলক্ষে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেনাবাহিনী এবং চট্টগ্রাম মহানগর পুলিশ।
আরও পড়ুনবৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম কনফারেন্স হলে সমন্বয় সভায় বিপিএল মিউজিক ফেস্ট কনসার্টের বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল খালিদ।
মন্তব্য করুন