ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় জলেশ্বরীতলায় লুবনান রিচম্যান শোরুমে চুরি, অধরা চোরেরা

বগুড়ায় জলেশ্বরীতলায় লুবনান রিচম্যান শোরুমে চুরি, অধরা চোরেরা, ছবি সংগৃহীত

শহর প্রতিনিধি : বগুড়া শহরের জলেশ্বরীতলা রোমেনা আফাজ সড়কে লুবনান রিচম্যান শোরুমে চুরির ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পর্যন্ত কেউ ধরা পড়েনি। এমনকি চুরি হওয়া মালামালও উদ্বার করতে পারেনি পুলিশ। গত ২৪ ডিসেম্বর রাতে ওই শোরুমে চুরির ঘটনা ঘটে।

শোরুমের ইনচার্জ মেহেদী হাসান জানান, ২৪ ডিসেম্বর রাত ১০ টার দিকে তারা প্রতিদিনের মতো শোরুম বন্ধ করে চলে যান। পরের দিন ২৫ ডিসেম্বর সকালে শোরুম খুলে দেখতে পান শোরুমের দক্ষিণ পাশে ইটের দেয়াল কে-বা কারা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বিভিন্ন মালামাল যেমন পারফিউম, প্যান্ট, শার্ট, ব্লেজার, জ্যাকেট চুরি করে নিয়ে গেছে। যার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়া শোরুমের ক্যাশবাক্সে থাকা প্রায় ৩ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা। পাশাপাশি থাকা টাকার ভল্ট ভাঙ্গারও চেষ্টা করে তারা। এই ঘটনায় অত্র এলাকার বিভিন্ন শোরুমের মালিকরা চুরি আতঙ্কের মধ্যে আছেন।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন করতোয়া’কে জানান, চুরির অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা যায়নি। চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার