ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

২০২৫ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ম্যাচগুলো কবে, প্রতিপক্ষ যারা

২০২৫ সালে বিশ্বজয়ী আর্জেন্টিনার ম্যাচগুলো কবে, প্রতিপক্ষ যারা। ছবি: দৈনিক করতোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে ৩৬ বছর পর কাতারে ফুটবল বিশ্বকাপ জয়ের পর থেকে বেশ ছন্দে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের পারফর্ম্যান্সের গ্রাফ যেন তর তর করে বেড়েই চলছে। ইতোমধ্যে তারা ঘরে তুলেছে কোপা আমেরিকার ট্রফিও। ইতোমধ্যে আলবিসেলেস্তেরা ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিটও অনেকটা নিশ্চিত করে ফেলেছে। সেই সঙ্গে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থেকেই বছর শেষ করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কাতার বিশ্বকাপের পর থেকেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শীর্ষে থেকেই নতুন বছরে পা রাখবেন লিওনেল মেসিরা। তাছাড়া লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকাতেও সবার ওপরেই তাদের অবস্থান।

নতুন বছরে বিশ্বকাপ বাছাইয়ে মোট ৬টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচগুলোতে ড্র করলেও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কম। তবে আগামী বছরের ম্যাচগুলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষরা বেশ শক্তিশালী হওয়ায় চিন্তাও ভর করেছে স্কালোনি কপালে। সেই সঙ্গে বেশ কয়েকজনের বছরের শেষ দিকে ইনজুরির কারণে ছিটকে যাওয়াও একটি বিষয়।

আরও পড়ুন

আগামী বছর ফিফার মার্চ উইন্ডোতে শুরু হবে লাতিনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। বর্তমানে দুর্দান্ত ছন্দে থাকা উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বছর শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটিও হবে এই উইন্ডোতে। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এ ম্যাচে নেইমার-ভিনিসিয়ুসদের আতিথ্য দেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচ দেখতে ম্যাচ দেখতে মুখিয়ে আছে অনেক ভক্ত-সমর্থকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৭ দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে

মুন্সিগঞ্জে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. এর সাথে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল লি. এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

বগুড়ার সোনাতলায় ২ টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে!

ফার্মাশিয়া লিমিটেড এর বার্ষিক সম্মেলন ২০২৫ কক্সবাজারের হোটেল সি প্যালেসে অনুষ্ঠিত