ভিডিও রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খনন সেনাবাহিনীর অভিযান

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধ পুকুর খনন সেনাবাহিনীর অভিযান। ছবি : দৈনিক করতোয়া

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে তিন ফসলি জমিতে গণহারে দিনে ও রাতে পুকুর খনন করা অব্যহত থাকায় সেনাবাহিনী গত বুধবার রাত ৯টা থেকে ১২ টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় সব পুকুরে অভিযান চালায়। তিন ফসলি জমিতে পুকুর খননের সময় কয়েকজন ভেক্যু মেশিনের চালককে আটক করা হয়। ভুক্তভোগী কৃষকরা নিরুপায় হয়ে নিমগাছি আর্মি ক্যাম্পে জানালে এ অভিযান পরিচালনা করা হয়।

নিমগাছি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আকবর হোসেন বলেন, এর পূর্বে আমরা অবৈধ পুকুর খননকারীদের ক্যাম্পে ডেকে বুঝিয়েছি। তারা আবাদযোগ্য উর্বর জমিতে পুকুর খনন করবেন না মর্মে মুচলেকা দিয়ে গেছেন। কিন্তু  তারা একই অপরাধ পুণরায় করতে থাকেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে ওয়াদাবদ্ধ ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ উপেক্ষা করে তাড়াশে কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না।

সরেজমিনে দেখা গেছে, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে খালকুলা সড়কের মসজিদের পশ্চিমপাশে বড়-বড় কয়েকটি পুকুর খনন করা হচ্ছে। খালকুলা-মহিষলুটি সড়কের পাশের রাস্তার দক্ষিণে প্রায় অনুরূপ আয়তনের পুকুর খনন করা হচ্ছে ৩টি ভেক্যু মেশিন লাগিয়ে।

আরও পড়ুন

মহিষলুটি-নওগাঁ সড়কের পশ্চিমে একই জায়গাতে ১টি ৫২ বিঘা, ২টি ২০ বিঘা ও ১টি ১৭ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে। বিরৌহালী গ্রামের বিরৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পুকুর খনন চলছে। মহিষলুটি সড়কের পশ্চিমপাশে গোয়াল গ্রামে ১৭ বিঘা পুকুর খনন হচ্ছে। তালম ইউনিয়নের তালম গ্রামের নগরপাড়া বাজার এলাকায় পুকুর খনন চলছে। মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া-নাদোসৈয়দপুর সড়কের মাঝে কাটা গাঙ সেতুর সাথে পুকুর খনন করা হচ্ছে তিন ফসলি জমিতে।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা বলেন, অবৈধ পুকুর খনন করার অপরাধে থানায় দুইটি মামলা করা হয়েছে। আরও মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ফলদ বাগানে সফল চাষি হারুন

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সুজানগরের বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত

কানটুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

বগুড়ায় ৪৫ লাখ টাকার পণ্যসহ ট্রাক উদ্ধার : চারজন গ্রেপ্তার

থেমে নেই সড়কে মৃত্যু ঘটনা