ভিডিও সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে চালের বাজার অস্থির

দিনাজপুরে চালের বাজার অস্থির

দিনাজপুর জেলা প্রতিনিধি : ১৫ দিনের ব্যবধানে দিনাজপুরে চালের বাজার অস্থির হয়ে উঠেছে। তবে সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে। চালের মুল্য বৃদ্ধি পাওয়ায় খুচরা ব্যবসায়ীরা মিল মালিককে দায়ী করছে। গতকাল শুক্রবার দিনাজপুরের প্রধান চালের আড়ৎ এন এ মার্কেট এবং বিভিন্ন মার্কেট পরিদর্শন করে দেখা গেছে, গত ১৫ দিনের চেয়েও কেজিতে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত দরে চাল বিক্রি হচ্ছে।

খুচরা ব্যবসায়ী বাচ্চু ও রব্বানী জানান, জহুরা মিনিকেট গত ১৫ দিন পূর্বে ৫০ কেজি বস্তা পাইকারী ছিল ৩ হাজার ২৫০ টাকা। মূল্য বৃদ্ধি পেয়ে এখন ৩৯০০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮২ থেকে ৮৫ টাকা। হামিদা মিনিকেট পাইকারি ৫০ কেজি বস্তায় ৩০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৬০০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৫ থেকে ৭৬ টাকা।

বি-আর ২৮ পাইকারি প্রতি ৫০ কেজি বস্তা ২৯০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৩৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি কেজি। বি-আর ২৯ পাইকারি প্রতি ৫০ কেজি বস্তা ২৬০০ টাকা থেকে বেড়ে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬৫ টাকা। এছাড়াও গুটি স্বর্ণাসহ প্রতিটি চাল খুচরা এবং পাইকারী দুই বাজারেই বেড়েছে। বাসমতি চাল ৮০ টাকা থেকে মুল্যবৃদ্ধি হয়ে ৯০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

খুচরা ব্যবসায়ীদের অভিযোগ প্রতিটি মিলে প্রচুর চাল রয়েছে। কিন্তু উচ্চদর ছাড়া ছাড়ছে না। এ দিকে দিনাজপুর এন এ মার্কেটে প্রতিটি আড়তেই প্রচুর চালের মজুদ রয়েছে। খুচরা ব্যবসায়ীদের দাবি মিলসহ বড় আড়তগুলো মনিটরিং করলেই চালের দাম হ্রাস পাবে। এ দিকে শাক সবজির বাজারে স্বস্তি ফিরে এসেছে।

শাকসবজির মুল্য অর্ধেকের বেশি কমে এসেছে। গতকাল শুক্রবার দিনাজপুর এন এ মার্কেট, রেল বাজার, পুলহাট, রামনগরসহ বিভিন্ন বাজার পরিদর্শন করে দেখা গেছে, সিম কেজি প্রতি ২০ টাকা থেকে ২৫ টাকা, বেগুন ২০ থেকে ২৫ টাকা, শষা ৩০ থেকে ৪০ টাকা, পাতাকপি ১০ টাকা, ফুলকপি ১৫ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, গাজর ৩০ টাকা, আলু কারিজ ৪০ টাকা, ডায়মন্ড আলু ৩৫ টাকা, কাটিলাল আলু ৩৫ টাকা, এলসি পেয়াঁজ ৫০ টাকা, দেশী পেয়াঁজ ৬০ টাকা, ঢেফ পেয়াঁজ ৪০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা প্রতিকেজিতে বিক্রি হচ্ছে। শাকসবজির দাম নিম্নমুখী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসলেও চালের মুল্য বেশি হওয়ায় সাধারন মানুষ অস্থির হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় ফলদ বাগানে সফল চাষি হারুন

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

পাবনার সুজানগরের বান্নাই খাল কচুরিপানা ও ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত

কানটুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

বগুড়ায় ৪৫ লাখ টাকার পণ্যসহ ট্রাক উদ্ধার : চারজন গ্রেপ্তার

থেমে নেই সড়কে মৃত্যু ঘটনা