২০২৪ সালে পরপারে পাড়ি জমিয়েছেন ১০ বাংলাদেশি আলেম
আরেকটি নতুন বছর আমাদের দোরগোড়ায় উপস্থিত, আর ২০২৪ বিদায়ের দ্বারপ্রান্তে। সময়ের স্বাভাবিক প্রবাহে এ বছর আমাদের দেশসহ সারা পৃথিবীতেই বহু পরিবর্তন এসেছে। বছরটি যেমন বহু নতুন মানুষের আগমন ঘটিয়েছে, আমাদের ছেড়ে পরপারে পাড়িও জমিয়েছেন বহু মানুষ। এদের মধ্যে অনেক জ্ঞানীগুণী ও কীর্তিমান মানুষও রয়েছেন। এ লেখায় আমরা ২০২৪ সালে বিদায় নেওয়া আলোচিত ১০ বাংলাদেশি আলেমের সংক্ষীপ্ত পরিচয় তুলে ধরছি।
মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী
২০২৪ সালের ১৯ জানুয়ারি ইন্তেকাল করেছেন বিশিষ্ট আলেম ও লেখক মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। তিনি গণভবন ও সচিবালয়ের সাবেক ইমাম ছিলেন। ইসলামিক ফাউন্ডেশনের গবেষক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী
২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার সদরুল মুদাররিসিন মাওলানা আশেকে এলাহী ইব্রাহীমী ইন্তেকাল করেছেন। শতবর্ষী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ায় দীর্ঘকাল শিক্ষকতা করেছেন তিনি। তার হাতে গড়া অসংখ্য ছাত্র দেশে-বিদেশে ছড়িয়ে রয়েছেন।
মাওলানা লুৎফর রহমান
২০২৪ সালের ৪ মার্চ ইন্তেকাল করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি ও জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা লুৎফর রহমান। তিনি রাজখালি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বাসিন্দা এই আলেম ব্যক্তিজীবনে ৫ কন্যা ও ২ ছেলের জনক ছিলেন।
হাফেজ মাওলানা আবু ইউসুফ
২০২৪ সালের ২৩ মার্চ ইন্তেকাল করেন কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় রিয়েলিটি শো পিএইচপি কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। তিনি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব ছিলেন।
মাওলানা সৈয়দ আব্দুন নূর
২০২৪ সালের ২৪ মার্চ ইন্তেকাল করেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আলীয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ আব্দুন নূর। ১৯৪১ সালে জন্ম নেয়া এই আলেম সিলেট আলীয়া মাদ্রাসা ও ঢাকা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন।
মাওলানা শামছুল হক
২০২৪ সালের ২৮ মে ইন্তেকাল করেন কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের মহাসচিব মাওলানা শামছুল হক। তিনি তানজীমুল মুদাররিছিন বাংলাদেশের সভাপতি এবং আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
মাওলানা হাতেম আলী
২০২৪ সালের ১৪ জুন ইন্তেকাল করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাওলানা হাতেম আলী। তিনি শায়খুল আরব ওয়াল আজম আল্লামা সৈয়দ হোসাইন আহমদ মাদানীর (রহ.) ছাত্র ও হযরত হাফেজ্জি হুজুরের (রহ.) খলিফা ছিলেন। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শায়েখ শারফুদ্দিন আবু তাওয়ামা (রহ.) এর ইন্তেকালের ৭শ বছর পর সোনারগাঁওয়ে হাদিসের দরস পুনরায় চালু করেছিলেন তিনি।
মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ
২০২৪ সালের ১৭ জুলাই ইন্তেকাল করেন ছারছীনা দরবার শরিফের পীর ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমির মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ। তিনি ফুরফুরার দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশীর (রহ.) পৌত্র এবং ফুরফুরার মরহুম পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহহার সিদ্দিকী আল কুরাইশীর (রহ.) জামাতা ছিলেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি।
মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা)
২০২৪ সালের ২ সেপ্টেম্বর ইন্তেকাল করেন সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত দারুস সালাম ও দারুল হাদীস লাফনাউট মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক (শায়খে চাক্তা)। তিনি ভারতের প্রখ্যাত আলেম আওলাদে রাসুল মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর (রহ.) খলিফা এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মাওলানা আব্দুল হান্নান
২০২৪ সালের ১৭ নভেম্বর ইন্তেকাল করেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল হান্নান। তিনি লক্ষ্মীপুর জেলা কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের সভাপতি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত ১০ আলেম সহ পরাপারে পাড়ি জমানো সব আলেম ও সব মুসলমানকে ক্ষমা করে জান্নাত দান করুন। বাংলাদেশে তাদের উত্তম উত্তরসূরি প্রেরণ করুন।
মন্তব্য করুন