ভিডিও বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুুড়িগ্রামের উলিপুরে বসতঘরে আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও অগ্নিকান্ড ভস্মীভূত হয়েছে বসতঘর। আগুনে পুড়ে যাওয়া ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধার নাম গুল সাহেরা বেওয়া। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত কায়ছার আলীর স্ত্রী।

প্রতিবেশীরা জানান, ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে তার বড় ছেলে ভ্যানচালক মোখলেছার রহমান (মোংলা) এর বাড়িতে বসবাস করে আসছেন। তার স্বামী কায়ছার আলী বহু বছর আগে মারা গেছেন। তিনি প্যারালাইসিস রোগী, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। গতকাল শনিবার রাতে ওই বৃদ্ধাকে তার ঘরে রেখে বাড়ির অন্য সদস্যরা ওয়াজ মাহফিল শুনতে যান। সেই কারণে গ্রামে লোকজন কম থাকায় এবং ওয়াজ মাহফিলের মাইকের উচ্চ শব্দের কারণে কিছু বোঝা যায়নি। ফলে ঘরে আটকে আগুনে পুড়ে তার মৃত্যু হয়।

উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্বাস আলী বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ততক্ষণে বৃদ্ধা সাহেরা বেগম তার কক্ষে আটকে মারা যান। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে। এতে আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে নানা আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নওগাঁর আত্রাইয়ে ভ্যানচোর আটক

বগুড়ার শেরপুরে ইলেকট্রিক সামগ্রীর দোকানে আগুন

বগুড়া বারের তিন আইনজীবীর মৃত্যুতে ফুলকোর্ট রেভোরেন্স

নাটোরের বড়াইগ্রামে থার্টিফাস্ট পালনকালে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার