ভিডিও বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

ভারতের নারীদের কাছেই আছে বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

সংগৃহীত,ভারতের নারীদের কাছেই আছে বিশ্বের ১১ শতাংশ স্বর্ণ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কোথায় কত স্বর্ণ রয়েছে, তা পরিমাপ করার কাজে একাধিক সংস্থা নিযুক্ত থাকলেও এ ক্ষেত্রে সবচেয়ে বিশ্বস্ত ‘ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল’। তাদেরই পরিসংখ্যান বলছে, বিশ্বে যত সোনা রয়েছে, তার ১১ শতাংশই ভারতীয় মহিলাদের কুক্ষিগত।

পরিসংখ্যানে এও বলা হয়েছে যে, ভারতীয় নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তা মেলালে মোট পরিমাণ হয় ২৪ হাজার টন। স্বর্ণ সঞ্চয়ের নিরিখে বিশ্বের প্রথম পাঁচ দেশকে মেলালেও এই পরিমাণ স্বর্ণ হবে না। যুক্তরাষ্ট্রের সঞ্চয়ে ৮০০০ টন স্বর্ণ মজুত রেখেছে। জার্মানি মজুত রেখেছে ৩৩০০ টন স্বর্ণ। ইতালির হাতে রয়েছে ২৪৫০ টন স্বর্ণ, ফ্রান্সের হাতে ২৪০০ টন এবং রাশিয়ার হাতে ১৯০০ টন।

পরিসংখ্যান অনুসারে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারতের নারীদের কাছে বেশি স্বর্ণ রয়েছে। দেশের নারীদের কাছে যত স্বর্ণ রয়েছে, তার ৪০ শতাংশ রয়েছে দক্ষিণ ভারতে। ২৮ শতাংশ রয়েছে কেবল তামিলনাড়ুতেই। ২০২০-২১ অর্থবর্ষের তুলনায় পরবর্তী দুই অর্থবর্ষে দেশের মহিলাদের হাতে থাকা সোনার পরিমাণ বেড়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান। এই বিপুল পরিমাণ সোনা ভারতের অর্থনীতির পক্ষেও সহায়ক বলে দাবি করেছেন অর্থনীতিবিদদের একাংশ।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

গৌরনদীতে বাস চাপায় নিহত মোটরসাইকেল চালক

ভিভো এক্স২০০ এ চলছে প্রি-অর্ডার, থাকছে নিশ্চিত অফার

কুমিল্লা সীমান্তে একজনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর পার্লামেন্ট থেকে পদত্যাগ 

নতুন বছরে সুখবর দিলেন ফারিণ!